তেল আবিবের কেন্দ্রস্থলে গোলাগুলিতে প্রাণ হারালেন কমপক্ষে ২ ইসরায়েলি। বৃহস্পতিবারের (৭ এপ্রিল) এই হামলায় আরও ৮ জন গুরুতর আহত। এর মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন চারজনের অবস্থা সংকটাপন্ন। প্রাণহানি আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
তেল আবিবের পুলিশ কমান্ডার জানান, শহরের একটি জনবহুল পানশালায় রাত ৯টা নাগাদ হামলা চালায় অস্ত্রধারী। কেউ বুঝে ওঠার আগেই আততায়ী পালান। এখনও সন্দেহভাজন ঐ ব্যক্তির সন্ধান পায়নি ইসরায়েলি নিরাপত্তা বাহিনী।
এরই মধ্যে কয়েকশ পুলিশ সদস্য, সেনাবাহিনীর বিশেষ ইউনিট তল্লাশি অভিযানে নেমেছে। তেল আবিব এবং আশপাশের এলাকাগুলোর প্রত্যেক ভবনে চালানো হচ্ছে অনুসন্ধান। তবে এখনই একে সন্ত্রাসী হামলা হিসেবে আখ্যা দেয়নি ইসরায়েলি প্রশাসন।
প্রসঙ্গ, গত মাসে, বিচ্ছিন্ন হামলায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১১ ইহুদি।
/এডব্লিউ
Leave a reply