Site icon Jamuna Television

ভয়াবহ হচ্ছে ডায়রিয়া, এখনই মহামারি বলতে নারাজ বিশেষজ্ঞরা

দিন যত যাচ্ছে ততোই ভয়াবহ রূপ নিচ্ছে ডায়রিয়া পরিস্থিতি। আইসিডিডিআর,বিতে বাড়ছে ভর্তি রোগীর সংখ্যা। তবে এখনই এটিতে মহামারি বলছেন না বিশেষজ্ঞরা।

প্রতিদিন হাজারের বেশি রোগী ডায়রিয়া ও কলেরায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন। যাদের চিকিৎসা দিতে রীতিমতো হিমশিম খাচ্ছেন ডাক্তার ও নার্সরা। চিকিৎসকরা বলছেন, ৩৫ থেকে ৫০ বছর বয়সী রোগীর সংখ্যাই বেশি।

প্রতিদিন রোগীর সংখ্যা বাড়লেও এখনও মহামারি পর্যায়ে যায়নি বলে আশ্বস্ত করছেন আইসিডিডিআর,বির জেষ্ঠ্য চিকিৎসক ডা. এস এম রফিকুল ইসলাম। তিনি বলছেন, এখনি একে মহামারি বলবো না। প্রতিবছরই এ সময়টাতে রোগী বাড়ে। তবে এবার রোগীর সংখ্যা বেশি।

ভর্তি হওয়া রোগীদের ৮০ ভাগই ২৪ ঘণ্টার মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরছে, ফলে আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি এখনও হয়নি বলেও আশ্বস্ত করেন এই চিকিৎসক।

/এডব্লিউ

Exit mobile version