Site icon Jamuna Television

কথা কাটাকাটির জেরে দুই ভাইকে দা-বটি দিয়ে কুপিয়ে খুন

যশোরের চৌগাছায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৭ এপ্রিল) রাতে উপজেলার টেঙ্গরপুর গ্রামে এই ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, কাজের জন্য শ্রমিক ঠিক করা নিয়ে প্রতিবেশী মুকুল হোসেনের সাথে কথা কাটাকাটি হয় ইউনুছ আলী খানের। এক পর্যায়ে ইউনুছকে মারধর করে মুকুলসহ কয়েকজন। পরে ইউনুছ তার ভাই আয়ূব আলী খান ও ভাতিজা আসাদুজ্জামানকে নিয়ে ঘটনার প্রতিবাদ জানাতে মুকুলের দোকানে যায়। এসময় বাকবিতণ্ডার এক পর্যায়ে তাদের দা ও বটি দিয়ে এলোপাতাড়ি কোপায় মুকুল ও তার পরিবারের লোকজন।

গুরুতর আহত ইউনুছ, আয়ূব ও আসাদুজ্জামানকে স্থানীয় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই ভাইকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

/এডব্লিউ

Exit mobile version