Site icon Jamuna Television

এমপির মেয়ে পরিচয়ে প্রতারণা, দিয়েছেন বাসায় ডেকে হত্যার হুমকিও

সংসদ সদস্যের মেয়ে পরিচয়ে প্রতারণার অভিযোগে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৮ এপ্রিল) রাত ১২টার দিকে আদাবরের ১১ নম্বরের বাড়ি থেকে তাকে আটক করা হয়।

প্রতারক ওই নারী নিজের পরিচয় হিসেবে কখনও বলেন তিনি রেজওয়ানা চৌধুরী বৃষ্টি। আবার কখনও সোহা চৌধুরী। অভিযোগ, সংসদ সদস্যের মেয়ে পরিচয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছেন বিভিন্ন উপায়ে।

ভুক্তভোগীরা জানিয়েছেন, অনলাইনে পণ্য বিক্রির কথা বলে টাকা নিলেও পণ্য দেন না তিনি। উল্টো নানাভাবে হয়রানি করেন কথিত সোহা চৌধুরী। কাউকে কাউকে বাসায় ডেকে হত্যার হুমকি দেয়ারও অভিযোগ আছে তার বিরুদ্ধে।

৯৯৯ -এ ফোন পেয়ে তাৎক্ষণিক আদাবরে সোহা চৌধুরীর বাসায় অভিযান চালায় পুলিশ। জানা গেছে, তার বিরুদ্ধে আগেও দুটি প্রতারণার মামলা আছে।

আদাবর থানর উপ-পরিদর্শক আবুল বাশার বলেন, সে দীর্ঘদিন যাবত আদাবর এলাকায় মানুষের সাথে অনলাইনে জিনিসপত্র আদানপ্রদানের নামে প্রতারণা করে আসছে। এই চক্রের বিরুদ্ধে এর আগেও দুইটি মামলা ছিল। আজকে আরও একটি মামলা হয়েছে। অভিযোগ তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে পুলিশ।

জেডআই/

Exit mobile version