Site icon Jamuna Television

আদালত খালেদাকে দণ্ড দিয়েছেন, আদালতের নির্দেশেই মুক্তি : ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের- ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দণ্ড দিয়েছেন আদালত। তার কারাবাস ও মুক্তির বিষয়েও আদালতই সিদ্ধান্ত নেবে। এতে সরকারের কোন হাত নেই। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

প্রয়াত শেখ জামালের জন্মদিনে শ্রদ্ধা জানাতে বনানী কবরস্থানে গিয়ে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের অভিযোগ করেন, জেনে-শুনে মিথ্যাচার করছে বিএনপি। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরুন- বিএনপি নেতাকর্মীরাই তা চায় না বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

গাজীপুর সিটি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে তিনি বলেন, সময়ই সব বলে দেবে। বিভ্রান্তিকর তথ্য প্রচার না করতে গণমাধ্যমের প্রতি অনুরোধ করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

যমুনা অনলাইন: আরএম

Exit mobile version