Site icon Jamuna Television

প্রথম কৃষ্ণাঙ্গ নারী বিচারপতি পেলো যুক্তরাষ্ট্র

সদ্য নিয়োগপ্রাপ্ত বিচারপতি কেতানজি ব্রাউন জ্যাকসন

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের ২৩৩ বছরের ইতিহাসে বিচারপতি হিসেবে বৃহস্পতিবার সিনেটের অনুমোদন পেয়েছেন কেতানজি ব্রাউন জ্যাকসন। এর মধ্য দিয়ে প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিয়োগ পেলেন তিনি। খবর এএফপির।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) প্রেসিডেন্ট জো বাইডেন মনোনীত প্রার্থী কেতানজি ব্রাউন জ্যাকসনের নিয়োগ চূড়ান্ত করতে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে ভোটাভুটি হয়। ৫৩-৪৭ ভোটে কেতানজির নিয়োগ অনুমোদন করে সিনেট। একে আমেরিকা জন্য এক অসাধারণ ঐতিহাসিক মুহূর্ত বলে উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

প্রসঙ্গত, কেতানজি দায়িত্ব নিলে ৯ সদস্যবিশিষ্ট সুপ্রিম কোর্টে নারী বিচারপতির সংখ্যা হবে ৪ জন। অপর পাঁচ পুরুষ বিচারপতির মধ্যে চারজন শ্বেতাঙ্গ আর একজন কৃষ্ণাঙ্গ। বিচারপতিদের সবাই হার্ভার্ড কিংবা ইয়েল বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়াশোনা করেছেন।

/এসএইচ

Exit mobile version