Site icon Jamuna Television

অবতরণের সময় ভেঙে দু’টুকরো বিমান, অলৌকিকভাবে বাঁচলেন পাইলট (ভিডিও)

ছবি: সংগৃহীত।

কোস্টারিকায় রানওয়েতে জরুরি অবতরণের সময় বিমানের পেছনের চাক্কা পিছলে ভারসাম্য হারায় একটি কার্গো বিমান। এতে ভেঙে দু’টুকরো হয়ে যায় বিমানটি। তবে অগ্নিকাণ্ড বা বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। অলৌকিকভাবে রক্ষা পেয়েছে বিমানের মালামাল এবং পাইলট।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) ঘটনাটি ঘটেছে দক্ষিণ আমেরিকার কোস্টারিকার রাজধানী সান হোসের হুয়ান সান্তা মারিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে। খবর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির।

দেশটির এভিয়েশন কর্তৃপক্ষ জানায়, যান্ত্রিক ত্রুটির কারণে জুয়ান সান্তামারিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানটি। এরপরই ধোঁয়া উঠতে দেয়া যায় বোয়িং 757- টুহানড্রেড মডেলের বিমানটি থেকে। পরে দ্বিখণ্ডিত হয়ে যায় কার্গো পরিবহন সংস্থা ডিএইচএল’ এর হলুদ বিমানটি। পরে দমকল বাহিনী উদ্ধার কাজ শুরু করে।

আরও পড়ুন: থানায় ডেকে নিয়ে সাংবাদিকদের বিবস্ত্র করে হেনস্তা!

এরকমই একটি ঘটনা ঘটেছিল ভারতের কেরালায়। ২০২০ সালের আগস্টে কেরালার কোঝিকোড়ের কারুপুর বিমানবন্দরে অবতরণের সময় চাকা পিছলে খাদে পড়ে ভেঙে দু’টুকরো হয়ে গিয়েছিল একটি বিমান। ঘটনাটিতে এয়ার ইন্ডিয়ার সেই যাত্রীবাহী বিমানের দুই চালকসহ ১৯ জনের মৃত্যু হয়েছিল।

জেডআই/

Exit mobile version