Site icon Jamuna Television

ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করার শর্তে টাকা নেয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

প্রতীকী ছবি

স্টাফ করেসপনডেন্ট, ব্রাহ্মণবাড়িয়া:

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পানিতে ডুবে মৃত এক শিশুর মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফন করার শর্তে টাকা নেয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটেছে । যদিও নাসিরনগর থানা পুলিশের চাতালপাড় তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক কাঞ্চন কুমার সিংহের দাবি, লাশের সুরতহাল রিপোর্টের কাগজ নাসিরনগর সদরে পাঠাতে নৌকা ভাড়া বাবদ এক হাজার টাকা নেয়া হয়েছে। টাকা নেয়ার অভিযোগটি মিথ্যা।

শিশুর পরিবারের সদস্যরা জানান বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুরে ভলাকুট ইউনিয়নের দুর্গাপুর গ্রামে দুপুরে আরিফা আক্তার নামে ১৫ মাস বয়সী এক শিশু বাড়ির পাশে ডোবায় ডুবে মারা যায়। তবে শিশু মারা যাওয়ার বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ ছিল না।

খবর পেয়ে  চাতালপাড় তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক কাঞ্চন কুমার সিংহ লাশ দাফনের আগ মুহূর্তে বাড়িতে পৌঁছে ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফন করা যাবে না বলে হুঁশিয়ারি দেন। পরে পুলিশের দাবিকৃত টাকা দেয়ার পর লাশ দাফনের অনুমতি দেন।

মৃত শিশুর  চাচা মো. বোরহান মিয়া অভিযোগ করে বলেন, বাজারে থেকে কাপনের কাপড় নিয়ে এসে দেখি বাড়িতে ৫ জন পুলিশ। তারা লাশের ময়নাতদন্ত করতে বলে। তখন আমরা বলি আমাদের সন্তান পানি ডুবে মারা গেছে। আমাদের কারো বিরুদ্ধে কোনো অভিযোগও নেই। তাহলে কেন লাশ ময়নাতদন্ত করতে হবে? তখন চাতালপাড় তদন্ত কেন্দ্রের অফিসার (পুলিশ পরিদর্শক) কাঞ্চন কুমার সিংহ বলেন, লাশ ময়নাতদন্ত করতে ২০ হাজার টাকা লাগে। আমাদের ১৫ হাজার টাকা দিয়ে দাও তাহলে আর কোনো সমস্যা হবে না। সাবেক ইউপি সদস্য শাফি মাহমুদ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিততে তার হাতে ৮ হাজার টাকা দেই।

সাবেক ইউপি সদস্য শাফি মাহমুদ বলেন, পুলিশ টাকা নেয়ার বিষয়টি জানার পর আমি চাতালপাড় তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক কাঞ্চন কুমার সিংহকে ফোন করে বলি, পরিবারটি খুবই গরিব। এদের টাকাটা ফেরত দিয়ে দেন। তখন ওই কর্মকর্তা টাকা ফেরত দেয়ার আশ্বাস দেন।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন শুক্রবার (৮ এপ্রিল) রাতে জানান, এ ঘটনায় শনিবার সকালে সিনিয়র সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) মো. আনিসুর রহমান ঘটনাস্থলে যাবেন। তিনি  বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।

/এসএইচ

Exit mobile version