Site icon Jamuna Television

হবিগঞ্জে ছাত্রীকে যৌন হয়রানির মামলায় শিক্ষক গ্রেফতার

ছাত্রীকে যৌন হয়রানির মামলার অভিযুক্ত পলাতক আসামি মুমিনুল গ্রেফতার

স্টাফ করেসপডেন্ট, হবিগঞ্জ

হবিগঞ্জের লাখাই উপজেলার বামৈ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন হয়রানির মামলার অভিযুক্ত পলাতক আসামি শিক্ষক মুমিনুলকে গ্রেফতার করেছে র‍্যাব।

শুক্রবার (৮ এপ্রিল) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার সানারপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, ভূক্তভোগী ওই ছাত্রী ২০২২ শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষার্থী। ওই ছাত্রী অষ্ঠম শ্রেণিতে পড়ার সময় থেকে স্কুলের সহকারী শিক্ষক মুমিনুল হক তাকে উত্ত্যক্ত করতো। একাধিকবার শ্লীলতাহানি, যৌন হয়রানিরও চেষ্টা করেছে বলে অভিযোগ ভূক্তভোগীর। গত ১৬ মার্চ সকালে প্রাত্যহিক সমাবেশ শুরু হলে ওই ছাত্রী অসুস্থতা বোধ করায় স্কুল ভবনের তৃতীয় তলার শ্রেণিকক্ষে বসেছিলেন। এসময় মুমিনুল ক্লাসে গিয়ে অন্য শিক্ষার্থীদের বের করে দিয়ে ওই ছাত্রীকে যৌন হয়রানির চেষ্টা করেন। এসময় বিদ্যালয়ের আরেক সহকারী শিক্ষক গিয়াস উদ্দিন ও আয়া গৌরী সেখানে গেলে মুমিনুল তড়িঘড়ি নিচে নেমে যান। পরে আবারও গিয়ে ওই ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা করে মুমিনুল। তখন ওই ছাত্রী চিৎকার শুরু করলে মুমিনুল তার মুখ চেপে ধরে।তার চিৎকারে বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল করিমসহ কয়েকজন শিক্ষার্থী ঘটনাস্থলে গেলে মুমিনুল ওই ছাত্রীকে ছেড়ে দিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে।

ঘটনা জানাজানি হওয়ার পর ভূক্তভোগী আত্মহত্যার চেষ্টা করে বলে দাবি করেন তার বাবা। এ ঘটনায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষককে বরখাস্ত ও বিচার দাবিতে হবিগঞ্জ-লাখাই সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

পরে ভূক্তভোগীর বাবা বাদী হয়ে লাখাই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মুমিনুল হককে আসামি করে মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে র‍্যাব ৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল নারায়ণগঞ্জ র‍্যাবের সহযোগিতায় শুক্রবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার সানারপাড় এলাকা থেকে মুমিনুলকে গ্রেফতার করে।

র‍্যাব জানিয়েছে, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভূক্তভোগীকে জোরপূর্বক একাধিকবার শ্লীলতাহানি করার চেষ্টা করেছে বলে স্বীকারোক্তি দিয়েছে মুমিনুল।

/এসএইচ

Exit mobile version