Site icon Jamuna Television

চাহালকে ১৫ তলা থেকে ফেলে দিতে চেয়েছিলেন মদ্যপ ক্রিকেটার!

ছবি: সংগৃহীত

ভারতীয় লেগস্পিনার যুজবেন্দ্র চাহালকে ড্রেসিংরুমের ‘প্র্যাঙ্কস্টার’ বলে থাকেন তার সতীর্থরা। এবার এই চাহাল নিজেই জানালেন, মুম্বাই ইন্ডিয়ান্সের এক ক্রিকেটার ২০১৩ সালে মদ্যপ অবস্থায় তাকে ১৫ তলার বারান্দা থেকে ফেলে দিতে চেয়েছিলেন। খবর ক্রিকইনফোর।

ভারতের হয়ে একশোরও বেশি ওয়ানডে খেলা চাহাল এই ঘটনার সময় ছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের খেলোয়াড়। বর্তমান আইপিএল দল রাজস্থান রয়ালসের ইউটিউব চ্যানেলে দেয়া এক সাক্ষাৎকারে সবিস্তারে ঘটনাটি বর্ণনা করেছেন চাহাল। তিনি বলেন, সে সময় আমি মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলতাম। বেঙ্গালুরুর সাথে একটি ম্যাচের পর পার্টি ছিল আমাদের। একজন প্রচণ্ড মাতাল হয়ে পড়ে সেদিন। আমি তার নাম বলবো না। মদ্যপ অবস্থায় আমাকে অনেক্ষণ খুঁজেছে সে। আমাকে পেয়ে যাবার পর ডেকে পার্টির বাইরে নিয়ে যায় এবং বারান্দা থেকে প্রায় ফেলেই দিচ্ছিল!

চাহাল আরও বলেন, আমি তাকে কোনোমতে জাপটে ধরে ছিলাম। কিন্তু হাত প্রায় ছুটেই যাচ্ছিল। এমন সময় আরও কিছু মানুষ সেখানে চলে আসে আর আমি বেঁচে যাই। অজ্ঞান হয়ে যাচ্ছিলাম। ওরা আমাকে পানি দিয়েছিল। সেদিন বুঝেছি, কোথাও গেলে কেমন দায়িত্বপূর্ণ আচরণ করা উচিত আমাদের। এটা এমন একটা ঘটনা যাতে আরেকটু হলেই আমি মরে যেতে পারতাম। কোনোমতে বেঁচে গেছি।

আরও পড়ুন: কাতার বিশ্বকাপে শোষিত হয়েছে শ্রমিক, আয়োজিকদের স্বীকারোক্তি

এম ই/

Exit mobile version