রোহিঙ্গা ক্যাম্পে ঘুমন্ত স্বামীকে কুপিয়ে হত্যার অভিযোগে স্ত্রী আটক

|

ঘুমন্ত স্বামীকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেফতারকৃত স্ত্রী সানজিদা বেগম (২৩)

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে ঘুমন্ত স্বামীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিহতের স্ত্রীকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দাসহ আটক করা হয়েছে। জানা গেছে, নিহত সৈয়দুর রহমান (৩২) টেকনাফের উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পের (ক্যাম্প-২২ ) ব্লক-সি/২, এর হামিদুর রহমানের ছেলে।

শুক্রবার (৮ এপ্রিল) দুপুর পৌনে ৩টার সময় ক্যাম্পে সৈয়দুর রহমানের নিজের ঘরে এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন ১৬ এপিবিএন এর অধিনায়ক তারিকুল ইসলাম।

তিনি জানান, সৈয়দুর রহমান (৩২) ও তার স্ত্রী সানজিদা বেগম (২৩) এর মধ্যে বেশ কিছুদিন ধরে পারিবারিক কলহ চলছিলো। শুক্রবার দুপুরে সৈয়দুর রহমানকে ঘুমন্ত অবস্থায় পেয়ে স্ত্রী সানজিদা দা দিয়ে কুপিয়ে মারাত্বক ভাবে আহত করে। চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে ক্যাম্পের অভ্যন্তরে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত ঘাতক স্ত্রী সানজিদাকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনী প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন এপিবিএনের এ কর্মকর্তা।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply