Site icon Jamuna Television

কাকরাইলে তাবলীগ জামাতের দু’পক্ষে হাতাহাতি

তাবলীগ জামাতের নেতৃত্ব নিয়ে বিবদমান দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়েছে। তাবলীগ জামাত অনুসারীদের মার্কাজ রাজধানীর কাকরাইল মসজিদ এলাকায় আজ শনিবার এ ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

ভারতের মাওলানা সা’দের নেতৃত্বে তাবলীগ চলবে না এমন দাবিতে কাকরাইল মসজিদ এলাকায় অবস্থান নেন সাদ বিরোধীরা। এ সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে।

সাদবিরোধীরা মসজিদের বাইরে থেকে হামলা করে বলে অভিযোগ করেন সাদপন্থীরা। বিরোধীপক্ষ ‘পাকিস্তানের চেতনায় উদ্বুদ্ধ হয়ে’ তাবলীগের সুনাম ক্ষুন্ন করতে চায় বলে মন্তব্য করেছেন সাদপন্থীরা। তবে কোনভাবেই মাওলানা সা’দের নেতৃত্বে তাবলীগ জামাতের কার্যক্রম চলবে বলে হুঁশিয়ার করেন বিরোধী পক্ষের লোকজন।

টঙ্গীর তুরাগ তীরের সাম্প্রতিক বিশ্ব ইজতেমায় মাওলানা সাদের আগমন ঠেকাতে তৎপরতা দেখায় বিরোধীপক্ষ। তবে শেষমেষ কঠোর নিরাপত্তার ব্যবস্থায় আখেরি মোনাজাতে অংশ নেন ভারতের মাওলানা সাদ।

Exit mobile version