Site icon Jamuna Television

রককে থাপ্পড় মেরে ১০ বছরের জন্য অস্কারে নিষিদ্ধ স্মিথ

অস্কোরের মঞ্চে মার্কিন কমেডিয়ান ক্রিস রককে থাপ্পড় মারার ঘটনায় অভিনেতা উইল স্মিথকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করেছে অস্কার কর্তৃপক্ষ। অ্যাকাডেমি অফ মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস এ তথ্য জানিয়েছে। এছাড়া আগামী ১০ বছরে হলিউডের শীর্ষ চলচ্চিত্র প্রতিষ্ঠানের আয়োজিত অন্যান্য অনুষ্ঠানগুলোতেও যেতে পারবেন না স্মিথ। তবে গত মাসে পাওয়া সেরা অভিনেতার অস্কার পুরস্কারটি বাতিল করা হয়নি তার।

সংস্থাটির প্রেসিডেন্ট ডেভিড রুবিন এবং সিইও ডন হাডসন এক চিঠিতে বলেন, বোর্ড সিদ্ধান্ত নিয়েছে ৮ এপ্রিল ২০২২ থেকে ১০ বছরের জন্য উইল স্মিথকে ব্যক্তিগতভাবে বা ভার্চুয়ালি একাডেমির কোনো ইভেন্ট বা প্রোগ্রামে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হবে না।

এর আগে, অস্কারের ৯৪তম আসরে স্মিথের স্ত্রী জেডা পিংকেটকে নিয়ে কৌতুক করছিলেন কমেডিয়ান ক্রিস রক। এতেই বিরক্ত হয়ে একপর্যায়ে মঞ্চে উঠে আসেন উইল স্মিথ। হলভর্তি দর্শককে অবাক করে দিয়ে রকের গালে সজোরে মারেন থাপ্পড়।

/এডব্লিউ

Exit mobile version