Site icon Jamuna Television

এবার হজের জন্য দেয়া হয়েছে যে শর্ত

চলতি বছর ১০ লাখ মানুষকে হজের অনুমতি দিয়েছে সৌদি আরব সরকার। তবে এজন্য তারা দুটি শর্ত দিয়েছে। হজযাত্রীদের বয়স হতে হবে ৬৫ বছরের নিচে। আর তার সাথে থাকতে হবে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদিত করোনার টিকা। সৌদি প্রেস এজেন্সির খবরে জানানো হয় এমন তথ্য।

করোনা মহামারির কারণে গেল দুই বছরে সীমিত সংখ্যক ব্যক্তিকে হজ পালনের সুযোগ দেয়া হয়। গত বছরও সাড়ে ৫৮ হাজারের কিছু বেশি মানুষকে হজ পালনের অনুমতি দেয় দেশটি। সৌদি আরবের হজ সংশ্লিষ্ঠ মন্ত্রণালয় জানায়, স্বাস্থ্যঝুঁকি এড়াতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

প্রসঙ্গত, করোনাভাইরাস সংক্রমণের আগে প্রতিবছর মোটামুটি ২৫ লাখ মানুষ হজে অংশগ্রহণ করতেন।

/এডব্লিউ

Exit mobile version