Site icon Jamuna Television

১৫টি আন্তর্জাতিক সংস্থার নিবন্ধন বাতিল করলো রাশিয়া

ছবি: সংগৃহীত

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচসহ ১৫টি আন্তর্জাতিক সংস্থার নিবন্ধন বাতিল করেছে রাশিয়া।

শুক্রবার (৮ এপ্রিল) এসব মানবাধিকার সংস্থা থেকে নিজেদের নিবন্ধন বাতিলের ঘোষণা দেয় দেশটির বিচার মন্ত্রণালয়।

জানা গেছে, রাশিয়ার আইন বিরোধী কাজের জন্য সংস্থাগুলোর কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিয়েছে মস্কো প্রশাসন। তবে ঠিক কী আইন এ সংস্থাগুলো লঙ্ঘন করেছে সে ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি মস্কো। রুশ প্রশাসন কর্তৃক নিবন্ধন বাতিলের তালিকায় রয়েছে জার্মানির ৯টি, যুক্তরাষ্ট্রের ৩টি, যুক্তরাজ্য, পোল্যান্ড ও সুইজারল্যান্ডের একটি করে সংস্থা।

এদিকে, হিউম্যান রাইটস ওয়াচের দাবি, ইউক্রেনে চলমান রুশ আগ্রাসন নিয়ে প্রতিবেদন প্রকাশের জেরে এসেছে এ সিদ্ধান্ত। ইউক্রেনে মানবাধিকার লঙ্ঘন ইস্যুতে কাজ চালিয়ে যাবার আশাবাদ সংস্থাটির।

/এসএইচ

Exit mobile version