Site icon Jamuna Television

ডিবির হাতে গ্রেফতার ২৭ পেশাদার মোবাইল ছিনতাইকারী

ডিএনএ ইন্ডিয়ার গ্রাফিক্স।

২৭ জন পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ডিএমপি গোয়েন্দা পুলিশ। রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসব ছিনতাইকারীরা মূলত মোবাইল ফোন টার্গেট করে তা ছিনতাই করতো।

পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) যুগ্ম কমিশনার মাহবুব আলম এক ব্রিফিংয়ে জানান, গ্রেফতার ছিনতাইকারীর অধিকাংশই মাদকসেবী। তারা মাদকের টাকার জন্য ছিনতাই করে।

ব্রিফিংয়ে বলা হয়, তাদের অনেকে যাত্রীবেশে গাড়িতে উঠে টার্গেটকৃত ব্যাক্তিকে চেতনানাশক দিয়ে অচেতন করে ফেলে। এরপর তার সাথে থাকা নগদ অর্থ ও মূল্যবান জিনিসপত্র চুরি করে পালিয়ে যায় তারা। এদের মধ্যে ২০ জনের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, দস্যুতা ও ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।

/এডব্লিউ

Exit mobile version