Site icon Jamuna Television

সোনম কাপুরের বাড়িতে চুরি, জিজ্ঞাসাবাদের মুখোমুখি বাড়ির কর্মচারীরা

বলিউড অভিনেত্রী সোনম কাপুরের নয়াদিল্লির নতুন বাড়িতে বড় ধরনের চুরি হয়েছে। নগদ অর্থ ও গয়না মিলিয়ে প্রায় ২ কোটি টাকা খোয়া গেছে এই বলিউড তারকার ঘর থেকে। ঘটনার পরই সোনমের শাশুড়ি প্রিয়া আহুজা তুঘলক রোড থানায় মামলা করতে ছোটেন। সাথে সাথে দিল্লি পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের নির্দেশে তড়িঘড়ি করে শুরু হয়ে যায় তদন্ত। সূত্র: আনন্দবাজার।

সোনমের বাড়ির ২৫ জন কর্মচারীসহ ৯ জন কেয়ারটেকার, গাড়িচালক ও মালিদের জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহের প্রক্রিয়াও শুরু হয়েছে। দিল্লি পুলিশের সাহায্যে এগিয়ে এসেছে ফরেনসিক বিভাগও। তবে এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করেনি পুলিশ।

সোনমের ঠাকুমা সরলা আহুজা জানিয়েছেন, ১১ ফেব্রুয়ারি তিনি প্রথম চুরির বিষয়টি খেয়াল করেন। সেদিন নিজের আলমারি খুলে দেখেন, গয়না এবং নগদ টাকা নেই। পরে ২৩ ফেব্রুয়ারি পুলিশে অভিযোগ দায়ের করেন সোনমের শাশুড়ি। সরলা আরও বলেন, দুই বছর আগে শেষবার আলমারি খুলে দেখেছিলেন গয়নাগাঁটি সব ঠিকঠাক আছে কিনা।

চুরি কবে হয়েছে, তা স্পষ্ট নয়। তাই গত বছরের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখছে পুলিশ। গত মাসে জানা গিয়েছিল, সোনমের শ্বশুর প্রতারণার শিকার হন। ২৭ কোটি টাকা খোয়া গিয়েছিল তার। সেই মামলায় ১০ জনকে গ্রেফতার করা হয়। চুরির তদন্তে সেই ঘটনার কথাও মাথায় রাখা হচ্ছে।

এটিএম/

Exit mobile version