Site icon Jamuna Television

শাশুড়ির দাফনে আসতে পারছেন না সাকিব

ইরামকে কোলে নিয়ে আছেন সাকিবের শাশুড়ি। ছবিটি উম্মে আল হাসানের ফেসবুক থেকে সংগৃহীত।

শনিবার রাত ৩টায় ক্যান্সারে আক্রান্ত হয়ে সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানের শাশুড়ি এবং উম্মে শিশির আল হাসানের মা। তবে এখনই দেশে ফিরতে পারছেন না সাকিব ও আলাইনা। তাই তাদের ছাড়াই দাফন করা হচ্ছে।

সাকিবের বাবা মাশরুর রেজা জানিয়েছেন, শনিবার (৯ এপ্রিল) জোহরের নামাজের পর তার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর নরসিংদীতেই দাফন করা হবে তাকে।

আরও পড়ুন: ক্যান্সারের কাছে হার মানলেন সাকিবের শাশুড়ি

এর আগে, গত ১ এপ্রিল বড় মেয়ে আলাইনার স্কুল খোলায় তাকে নিয়ে যুক্তরাষ্ট্রে যান সাকিব। কিন্তু মায়ের অসুস্থতা ও চিকিৎসাজনিত কারণে দেশেই থেকে যান শিশির। সাকিবের অপর দুই সন্তানও দেশেই ছিলেন।

প্রসঙ্গত, জাতীয় দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকা সফরে থাকাকালীন সাকিব আল হাসানের শাশুড়ি বেশ অসুস্থ হয়ে পড়েন। তাকে চিকিৎসার জন্য সিএমএইচে ভর্তি করানো হয়। একই সময় সাকিবের মাও অসুস্থ ছিলেন। সেজন্য ওয়ানডে সিরিজ শেষেই দেশে ফেরেন বাঁ-হাতি অলরাউন্ডার।

/এসএইচ


Exit mobile version