Site icon Jamuna Television

‘বুম্বাদা’ আমার প্রেমে পড়লেন না: রচনা

ছবি: সংগৃহীত

টালিউডের নায়িকা রচনা বন্দ্যোপাধ্যায় আক্ষেপ করে বলেছেন, একসাথে ৪০টার অধিক সিনেমায় অভিনয় করার পরেও ‘বুম্বাদা’ খ্যাত প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তার প্রেমে পড়েননি!

রচনা হাড়ি হাটে হাঁড়ি ভেঙেছেন প্রকাশ্যে।  সবার সামনে রচনা দুঃখ করে বলেছেন, বুম্বাদা আর আমি কম করে ৪০টি ছবি করেছি। তার পরেও ওর এক বারও মনে হল না, রচনার সঙ্গে একটু প্রেম করি! আমিও তো সুন্দরী নায়িকা।

শাশ্বত চট্টোপাধ্যায়ের ‘অপুর সংসার শো’তে অংশ নিয়ে সেখানেই প্রসেনজিতের সঙ্গে তার প্রেম না হওয়ার দুঃখ প্রকাশ করেছেন রচনা। পাশাপাশি, বাংলা ‘ইন্ডাস্ট্রি’কে শেয়াল পণ্ডিতের সঙ্গেও তুলনা করেছেন। রচনাকে তিনটি প্রাণীর নাম বলে কোন কোন তারকার পাশে প্রাণীদের নাম বসাবেন জিজ্ঞেস করেছিলেন শাশ্বত। তালিকায় ছিল শেয়াল, গাধা, মুরগি।

এই নায়িকা ‘গাধা’র সাথে মিলিয়াছেন যিশু সেনগুপ্তকে। বলেছেন, যিশু আজ যেটা করছে সেটা বহু বছর আগেই করতে পারত। সেই ক্ষমতা ওর ছিল। কিন্তু ওকে ব্যবহার করা হয়নি।

প্রসেনজিতের শেয়ালের চাতুর্যের সঙ্গে তুলনা করে বলেন, ওর মতো বুদ্ধিমান টলিউডে ক’জন আছেন? কোথায়, কীভাবে চলতে হয় খুব ভাল জানেন।

আরও পড়ুন- শাহরুখের হাতে লেখা চিঠি ভাইরাল, কার জন্য লিখেছিলেন অভিনেতা?

এনবি/

Exit mobile version