Site icon Jamuna Television

সাতক্ষীরায় সন্তানের বিরুদ্ধে বৃদ্ধা মাকে হত্যার অভিযোগ

ফাইল ছবি

নিজস্ব প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জে সন্তান কর্তৃক বৃদ্ধা মাকে (৭০) হত্যার অভিযোগ উঠেছে।

শনিবার (৯ এপ্রিল) সকালে নিজ বাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা আম্বিয়া খাতুন (৭০) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৮এপ্রিল) দিবাগত রাতে কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর ইউনিয়নের ছনকা গ্রামে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, আম্বিয়া খাতুনের স্বামী সরকারি চাকরিজীবি ছিলেন। তার মৃত্যুর পর পেনশনের টাকা আর জমি-জমার একটি অংশ স্ত্রী আম্বিয়া খাতুনের নামে ছিল। মায়ের ওই সম্পদ নিয়ে বড় ছেলে আইরিছুজ্জামান, ছোট ছেলে শরিফুজ্জামান এবং ৪ মেয়ের মধ্যে বিরোধ চলছিল। নিহত আম্বিয়া খাতুন গত ১ সপ্তাহ মেয়ের বাড়িতে ছিলেন। শুক্রবার সকালে তিনি মেয়ের বাড়ি থেকে ছোট ছেলে শরিফুজ্জামানের বাড়িতে আসেন। শনিবার (৯ এপ্রিল) ভোরে আম্বিয়া খাতুনের রক্তাক্ত মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়া হয়।

তবে অভিযোগের বিষয়ে নিহতের ছোট ছেলে শেখ শরিফুজ্জামান শিমুল বলেন, প্রতিদিনের ন্যায় তার মা রাতের খাবার খেয়ে বাড়ির দু’তলায় নিজ রুমে ঘুমাতে যান। তিনি এবং তার পরিবার রাতে নিচের রুমে ঘুমান। মা আম্বিয়া খাতুন রাতে একা দু’তলায় ঘুমাতেন। সেহরি খাওয়ার সময় মাকে উপরে ডাকতে যেয়ে দেখেন তার মা মৃত অবস্থায় পড়ে আছেন।

তবে তার মায়ের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আর রক্ত কেন? এমন প্রশ্ন করলে তিনি কোনো উত্তর দেন নি।

কালিগঞ্জ থানার ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। বৃদ্ধার শরীরে আঘাতের চিহ্ন আছে। মৃত্যুটি রহস্যজনক হওয়ায় মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে আরও তদন্ত চলছে বলে জানান তিনি।

/এসএইচ

Exit mobile version