Site icon Jamuna Television

তাইজুলের ঘুর্ণিতে বোল্ড মুলডার, চারশোর দ্বারপ্রান্তে প্রোটিয়ারা

ছবি: সংগৃহীত

ব্যাটিং অর্ডারের কেউ সেঞ্চুরি পাননি। তবে তাতে প্রোটিয়াদের বড় ইনিংস গড়া আটকে থাকেনি। মিডল অর্ডার থেকে লেট মিডল অর্ডারের দৃঢ়তায় সাড়ে তিনশো পেরিয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের বোলারদের হতাশায় ডোবানো সপ্তম উইকেট জুটি ভেঙে দিয়েছেন তাইজুল। তবে কেশভ মহারাজের আক্রমণাত্মক ব্যাটিংয়ে লাঞ্চ বিরতি পর্যন্ত দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ছিল ৭ উইকেট হারিয়ে ৩৮৪ রান।

পোর্ট এলিজাবেথ টেস্টে ৬ উইকেটে ২৭৮ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। শুরু থেকেই সাবলীল ব্যাটিং করছিলেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান ভেরিয়ান্নে ও উইয়ান মুলডার। তবে আগের দিনের রানের সাথে আরও ২২ রান যোগ করতেই খালেদের বলে বোল্ড হয়ে সাজঘরের পথ ধরেন ভেরিয়ান্নে। ৩০০ রানের মাথায় ৬ষ্ঠ উইকেটের পতন ঘটিয়ে হয়তোবা প্রোটিয়া ব্যাটিং লাইন আপের লেজ দ্রুত মুড়িয়ে দেয়ার পরিকল্পনাই করেছিল মুমিনুল বাহিনী। কিন্তু বোলিং অলরাউন্ডার কেশভ মহারাজ ব্যাট করতে নেমেই পাল্টা আক্রমণে ছড়ি ঘোরাতে শুরু করেন টাইগার বোলারদের উপর। প্রায় বল প্রতি রান করে হাফ সেঞ্চুরি করে ৫৫ রান নিয়ে ক্রিজে আছেন এখন মহারাজ।

তবে তাইজুল ইসলামের দুর্দান্ত ফ্লাইট ও ড্রিফটের কোনো জবাব জানা ছিল না উইয়ান মুলডারের। মিডল স্ট্যাম্পে পিচ করিয়ে দারুণ টার্নে অফ স্ট্যাম্প উপড়ে দিয়ে ৩৩ রান করা এই অলরাউন্ডারকে সাজঘরে ফেরান তাইজুল। প্রোটিয়াদের ৭ উইকেটের মধ্যে ৪টিই নিয়েছেন এ টেস্টে দলের আসা বাঁহাতি অর্থোডক্স স্পিনার তাইজুল ইসলাম। বাকি উইকেট ৩টি নিয়েছেন খালেদ আহমেদ।

আরও পড়ুন: শাশুড়ির দাফনে আসতে পারছেন না সাকিব

এম ই/

Exit mobile version