Site icon Jamuna Television

‘বাংলাদেশের অগ্রযাত্রা ধরে রাখতে দক্ষ মানবসম্পদ গড়ার বিকল্প নেই’

উন্নয়নের পথে বাংলাদেশের অগ্রযাত্রা ধরে রাখতে দক্ষ মানবসম্পদ গড়ার বিকল্প নেই। আজ শনিবার সকালে ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটি পরিদর্শন শেষে দেয়া বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ব্যাপারে অস্ট্রেলীয় সরকারের প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা কামনা করেন তিনি।

স্থানীয় সময় সকাল ১০টায় প্রধানমন্ত্রী ওয়েস্টার্ন সিডনি ইউনিভার্সিটি প্রাঙ্গণে স্থাপন করা বঙ্গবন্ধুর প্রতিকৃতিসহ বিভিন্ন ফ্যাকাল্টি ঘুরে দেখেন। এরপর শিক্ষার্থীদের উদ্দেশ্যে রাখা বক্তব্যে সমুদ্র সম্পদের গুরুত্ব তুলে ধরেন।

এসময় দেশের সমুদ্রবিজ্ঞানকে সমৃদ্ধ করাসহ মেরিন অ্যাকুয়া কালচার উন্নয়নে বিশ্ববিদ্যালয়টিকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এদিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের সাথে আনুষ্ঠানিক বৈঠক করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিকালে সিডনির স্থানীয় সোফিটেল হোটেলে প্রবাসী বাংলাদেশির সাথে মতবিনিময় করবেন শেখ হাসিনা। আগামীকাল দেশের উদ্দেশে রওনা হবেন তিনি।

Exit mobile version