
কোস্টগার্ডের যুদ্ধ জাহাজ 'বিসিজিএস কামরুজ্জামান'।
বাগেরহাট প্রতিনিধি:
২২ দিনের শুভেচ্ছা সফর ও আন্তর্জাতিক মহড়ায় অংশ নিতে ভারত ও শ্রীলংঙ্কার উদ্দেশ্যে মোংলা বন্দর ছেড়ে গেছে কোস্টগার্ডের যুদ্ধ জাহাজ ‘বিসিজিএস কামরুজ্জামান’।
শনিবার (৯ এপ্রিল) দুপুর আড়াইটায় দিগরাজে মোংলা সদর দফতর থেকে ছেড়ে যায় কোস্টগার্ডের অফশোর পেট্রোল ভেসেল (ওপিভি) ‘বিসিজিএস কামরুজ্জামান নামের এ জাহাজটি।
কর্তৃপক্ষ বলছে, এ সফরে দুই দেশের সাথে বাংলাদেশ কোস্টগার্ডের পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে।
কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা সদর দফতর সূত্রে জানা গেছে, ভারতের গোয়ায় ও চেন্নাইয়ে অনুষ্ঠিতব্য “ন্যাশনাল লেভেল পলুশন রেন্সপন্স এক্সারসাইজ” এ অংশ নেবে বাংলাদেশ কোস্টগার্ডের জাহাজ ‘বিসিজিএস কামরুজ্জামান’। মোংলা সমুদ্র বন্দর থেকে ছেড়ে যাওয়া জাহাজটি ১৩শ ৫০ নটিক্যাল মাইল নৌপথ পাড়ি দিয়ে ভারতের চেন্নাই ও শ্রীলঙ্কার কলম্বো সমুদ্র বন্দরে শুভেচ্ছা সফর করবে। ২২ দিনের এ শুভেচ্ছা সফরে প্রথমে শ্রীলংঙ্কায় পৌছাতে সময় লাগবে ৪ দিন। সেখানে ৭ দিন অবস্থানের পর সেখান থেকে ৭শ নাটিক্যাল মাইল পাড়ি দিয়ে ভারতের চেন্নাই ও গোয়ায় পৌছাবে জাহাজটি।
১৫ জন সামরিক কর্মকর্তা ১০৬ জন নাবিক ও ৮ জন বেসামরিক ব্যক্তিকে নিয়ে শ্রীলংঙ্কা ও ভারতের উদ্দেশ্যে গমন করা জাহাজটির অধিনায়কের দায়িত্ব পালন করছেন ক্যাপ্টেন এম কিবরিয়া হক। পোতাশ্রয় ত্যাগের প্রাক্কালে জাহাজটিকে বিদায় জানান কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন এম মোসায়েদ হোসেন। এসময় কোস্টগার্ডের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এছাড়াও জাহাজে কর্মরত সকল কর্মকর্তা ও নাবিকদের পরিবারবর্গ ও স্বজনরা উপস্থিত থেকে তাদের প্রিয়জনদের বিদায় জানান।
আন্তর্জাতিক এই মহড়ায় অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ ও অন্যান্য দেশের কোস্টগার্ডের মধ্যে বিদ্যামান পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার হবে এবং কোস্টগার্ড সদস্যদের পেশাগত মান উন্নয়ন, দক্ষতা ও কর্মপরিধি আরও বহুলাংশে বৃদ্ধি পাবে বলে প্রতীয়মান। এছাড়াও আইন শৃংঙ্খলা নিয়ন্ত্রণ, চোরাচালান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণের পাশাপাশি বনজ সম্পদ সংরক্ষণ ও মৎস্য সম্পদ রক্ষার কাজে কলাকৌশলে আরও গতি বাড়বে বাংলাদেশ কোস্টগাডের্র।
মহড়ায় অংশগ্রহণ ও শুভেচ্ছা সফর শেষে জাহাজটি আগামী ৩০ এপ্রিল দেশে প্রত্যাবর্তন করবে বলে জানিয়েছে কোস্টগার্ড কর্তৃপক্ষ।
/এসএইচ



Leave a reply