Site icon Jamuna Television

লক্ষ্মীপুরের পাটবাজারে আগুন, পুড়ে ছাই ৭ ব্যবসা প্রতিষ্ঠান

আগুনে পুড়ছে দোকান।

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রামগঞ্জে পাটবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দু’টি ইউনিটের দেড়ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনায় সেখানকার ৭টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। শনিবার (৯ এপ্রিল) দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, পাটবাজারের একটি কামারের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে একটি জুতার দোকান, একটি হোটেল, ৪টি কামারের দোকান, একটি জুয়েলার্স ও পাশ্ববর্তী ডিজিটাল মডার্ন ডায়াগনস্টিক সেন্টারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ সময় স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়।

খবর পেয়ে রামগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের দু’টি ইউনিট প্রায় দেড়ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে এই আগুনে ৭টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণভাবে পুড়ে যায়। এছাড়া আরও ২টি ব্যবসা প্রতিষ্ঠান আংশিকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে। ক্ষতিগ্রস্তদের দাবি, এ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে তাদের।

রামগঞ্জ ফায়ার স্টেশনের ওয়্যার হাউজ ইন্সপেক্টর কামরুর হাসান জানান, প্রাথমিকভাবে ধারণা করছি, বিদ্যুতের শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের সাথে কথা বলে ক্ষয়ক্ষতি নিরূপণ করা হবে। রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবীবা মীরা জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্থদের তালিকার জন্য বলা হয়েছে।

এসজেড/

Exit mobile version