বুশরাকে ডিভোর্স দিয়ে ‘তোতাপাখি’ বিয়ে করতে পারেন ইমরান: তসলিমা

|

ছবি: সংগৃহীত

ক্রিকেটের মতো পাকিস্তানের রাজনীতিও যেন ‘আনপ্রেডিক্টেবল।’ গেলো এক সপ্তাহে দেশটির সরকার উত্থান-পতন আর নাটকীয়তার মাঝে পার করছে। পরতে পরতে অনিশ্চয়তার প্রদর্শনী। ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট হবে কিনা সেটি নিয়েও নাটকীয়তা কম হয়নি। তবে বৃহস্পতিবার (৯ এপ্রিল) পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে হওয়ার কথা রয়েছে অনাস্থা ভোট। ইমরানের উপর দিয়ে যেন ঝড় বইছে। এবার সেই পালে হাওয়া দিলেন তসলিমা নাসরিন।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেয়া এক পোস্টে তসলিমা লিখেছেন, ইমরান খান বুশরা বিবিকে বিয়ে করেছেন কারণ বুশরা তার আধ্যাত্মিক শক্তি দিয়ে বলেছিলেন ইমরান একদিন প্রধানমন্ত্রী হবেন। তিনি কী এই ভবিষ্যদ্বাণী করেছিলেন যে, ইমরান তার মেয়াদকাল শেষ করতে পারবেন না! অবশ্যই না।

টুইটে তসলিমা আরও বলেন, তাই ইমরান এখন বুশরাকে ডিভোর্স দিতে পারেন এবং বিয়ে করতে পারেন ভবিষ্যতের কথা বলতে পারা এমন এক নারী তোতা পাখিকে যিনি বলবেন ইমরান কখনও মৃত্যুবরণ করবেন না।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমসের খবর অনুযায়ী, ২০১৮ সালে পাকিস্তানের ক্ষমতায় আসার পর বুশরা বিবিকে বিয়ে করেন ইমরান খান। তখন প্রচার হয়েছিল, কালোযাদু জানেন বুশরা। পাকিস্তানি একাধিক গণমাধ্যমও বলেছে, ২০১৫ সাল থেকেই আধ্যাত্মিক সাধনার জন্য বুশরার কাছে যাতায়াত ছিল ইমরানের। এছাড়া গত ২৬ মার্চ ভারতীয় গনোমাধ্যম সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়, ইমরানের গদি বাঁচাতে কালো জাদু করেছেন বুশরা। এই অভিযোগ করেছেন পাকিস্তানের প্রধান বিরোধী নেতা শাহবাজ শরিফ। তিনি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ভাই।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply