Site icon Jamuna Television

মুন্সিগঞ্জে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ২০

সংঘর্ষের ঘটনায় আতঙ্কে এলাকাবাসী।

মুন্সিগঞ্জ প্রতিনিধি:

মুন্সিগঞ্জ সদরের মোল্লাকান্দি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এ সময় গোলাগুলি, ককটেল বিস্ফোরণ ও বেশ কিছু ঘরবাড়ি ভাঙচুর করা হয় বলেও অভিযোগ উঠেছে। এতে শিশুসহ গুলিবিদ্ধ হয়ে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার (৯ এপ্রিল) সকাল থেকে দুপুুর পর্যন্ত মোল্লাকান্দি ইউনিয়নের নোয়াদ্দা ও চর বেশনাল এলাকায় কয়েক দফা হামলা- পাল্টা হামলায় জড়ায় ইউনিয়নটির বর্তমান চেয়ারম্যান রিপন পাটোয়ারী ও সাবেক চেয়ারম্যান মোহসিনা হক কল্পনার দুই গ্রুপ। রিপন পাটোয়ারী সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মোহসিনা হক কল্পনা মহিলা বিষয়ক সম্পাদক।

আহতদের মধ্যে রয়েছে রিপন পক্ষের নুসরাত (২৫), নুরুল মোল্লা (৫০), মামুন গাজী (৩৮), ইমরান গাজী (৩৫)। অন্যদিকে কল্পনা পক্ষের আহতদের মধ্যে আছে মোহাম্মদ রহমতউল্লাহ (২২), রানা ব্যাপারী (১৮), মো. শরিফ খান (২৫) সারোয়ার হোসেন (২৫), রিফাত হোসেন (৯) হনুফা বেগম (৬০)।

আহতদের মধ্যে গুলিবিদ্ধ চরবেশনাল এলাকার হনুফা বেগম (৬০) ও শিশু রিফাতকে (১০) মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। তবে গ্রেফতার আতঙ্কে অনেকেই হাসপাতালে চিকিৎসা নিতে আসছে না বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রিপন ও মোহসিনা পক্ষের সঙ্গে বিরোধ চলে আসছিল। সম্প্রতি অনুষ্ঠিত ইউপি নির্বাচনের রিপন পাটোয়ারী বিজয়ী হলে মোহসিনা হকের লোকজনকে এলাকাছাড়া করে দেয়। বেশ কয়েকদিন ধরে মোহসিনার লোকজন এলাকায় ফিরে এলে আবার দু’পক্ষের মধ্যে সংঘাত শুরু হয়। এ ঘটনায় রিপন ও কল্পনা পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ করেছে।

মুন্সিগঞ্জ জেনারেল হাসাপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ফেরদৌস জানান, গুলিবিদ্ধ অবস্থায় এক নারী ও একশিশু হাসপাতালে আসে। তাদেরকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। হনুফা বেগমের ডান পায়ে ও রিফাতের বাম পায়ে গুলি লেগেছে।

মুন্সিগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) রাজীব খান জানান, খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। দু’পক্ষের সংঘর্ষে একজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় উভয়পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছে।

এসজেড/

Exit mobile version