ইউরোপিয়ান ফুটবলে মাঠে নামছে পাওয়ার হাউসরা

|

ছবি: সংগৃহীত

ইউরোপিয়ান ফুটবলে রাতে মাঠে নামছে বেশ কয়েকটি পাওয়ার হাউস। ইংলিশ প্রিমিয়ার লিগে বিকাল সাড়ে ৫টায় এভারটনের মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড। তবে রাতে মাঠে নামবে টেবিলের সেরা চারের লড়াইয়ে থাকা চেলসি, টটেনহ্যাম আর আর্সেনাল।

রাত ৮টায় আর্সেনালের প্রতিপক্ষ ব্রাইটন। একই সময় চেলসি লড়বে সাউদাম্পটনের বিপক্ষে। আর রাত সাড়ে ১০টায় অ্যাস্টন ভিলার আতিথ্য নেবে টটেনহ্যাম হটস্পার্স।

ফ্রেঞ্চ লিগ ওয়ান শিরোপা থেকে আর মাত্র ১২ পয়েন্ট দূরে মেসি-নেইমার-এমবাপ্পেদের দল পিএসজি। আজ রাত একটায় তাদের প্রতিপক্ষ টেবিলের ১৭তম স্থানে থাকা ক্লারমন্ত। তাই এই ম্যাচে জয় পেতে খুব একটা সমস্যা হবে না বলে মনে করেন কোচ মরিসিও পচেত্তিনো। এই ম্যাচেও ইনজুরির কারণে দেখা যাবে না আনহেল ডি মারিয়াকে।

লা লিগায় উড়তে থাকা রিয়াল মাদ্রিদের সামনে আজ প্রতিপক্ষ টেবিলের ১৪তম স্থানে থাকা গেতাফে। শিরোপার থেকে আর ১৫ পয়েন্ট দূরে আছে লস ব্লাঙ্কোসরা। চ্যাম্পিয়নস লিগে টানা দুই হ্যাটট্রিক করা বেনজেমার সাথে গোটা দলই এখন বেশ উজ্জীবিত। ইনজুরি কাটিয়ে ফিরেছেন নাচো ফার্নান্দেজ-মিলিতাওরা। তবে হ্যাজার্ড, ইসকো, মেন্ডিরারা এখনও রয়েছেন ইনজুরিতে।

আরও পড়ুন: ব্রাজিলের কোচ হওয়ার গুঞ্জনে জল ঢাললেন গার্দিওলা

এম ই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply