Site icon Jamuna Television

সব জল্পনার অবসান! বিয়ের দিন ঘোষণা দেব-রুক্মিণীর

দেব ও রুক্মিণ। ছবি: সংগৃহীত

ভক্তদের ধৈর্যের অবসান ঘটিয়ে নিজের বিয়ের তারিখ ঘোষণা দিলেন টালিউডের নায়ক দেব।

শনিবার (৯ এপ্রিল) দক্ষিণ কলকাতার প্রথম সারির একটি মলে সংসদ সদস্য-তারকা দেব ঘোষণা করলেন, ‘২৯ এপ্রিল বিয়ে করছি রুক্মিণীকে!’

যাকে কেউ কিছুতেই ছাদনাতলায় নিয়ে যেতে পারছিল না, সেই দেব তার ছবি ‘কিশমিশ’ এর মুক্তির দিন নাকি সাতপাক ঘুরবেন রুক্মিণী মৈত্রের সঙ্গে! কথাটা কানে যাওয়া মাত্রই তুমুল শোরগোল ভক্তদের মধ্যে। নিজেদের কানকেই বিশ্বাস করতে পারছিল না কেউ! হঠাৎ কী এমন ঘটল যে এত বড় ঘোষণা করে দিলেন দেব?

পরিচালক রাহুল মুখোপাধ্যায়, চিত্রগ্রাহক মধুরা পালিত, হবু কনে রুক্মিণী মৈত্র সাক্ষী। এই দিন সবাই দেবকে ঘুরে ফিরে একটা প্রশ্নই করছিল, দিন যাচ্ছে প্রেম কি বাড়ছে দেব আর তার দেবীর?

প্রথমে হাসিমুখে এড়িয়ে যাচ্ছিলেন দেব-দেবী। কখনও হাল্কা খুনসুটিও করে বলেছেন, আরে, সবাই যে আমার বেড রুমে ঢুকে পড়ছেন। তারপরেই হঠাৎ বলে উঠলেন, ঠিক আছে। নতুন ছবি মুক্তির দিনেই নতুন জীবনে পা রাখবেন যুগলে! পাশে তখন লাজুক হাসছিলেন রুক্মিণী।

আরও পড়ুন- ‘বুম্বাদা’ আমার প্রেমে পড়লেন না: রচনা
এনবি/

Exit mobile version