Site icon Jamuna Television

গ্রীন লাইন বাসের চাপায় পা হারালেন রাসেল

রাজধানী ঢাকার যাত্রাবাড়ী ফ্লাইওভারে গ্রীন লাইন পরিবহনের বাসের চাপায় বাম পা হারিয়েছেন প্রাইভেটকার চালক মো. রাসেল (২৫)।  আজ শনিবার দুপুরে যাত্রাবাড়ী মেয়র হানিফ ফ্লাইওভারের ঢালে এ ঘটনা ঘটে।

রাসেলকে পথচারীরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাকে রাজধানী স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পা হারানো রাসেলের গ্রামের বাড়ি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায়। তার বাবার নাম শফিকুল ইসলাম।

পুলিশ জানিয়েছে, রাসেলকে গুরুতর অবস্থায় হাসপাতালে ইমতিয়াজ নামে এক ব্যক্তি নিয়ে আসেন। তারপর প্রাথমিক চিকিৎসা দিয়ে স্কয়ার হাসপাতালে নিয়ে যান। রাসেল একটি প্রাইভেটকার চালাচ্ছিলেন।

Exit mobile version