Site icon Jamuna Television

বর্তমান নির্বাচন ব্যবস্থায় শক্তিশালী গণতন্ত্র সম্ভব নয়: আকবর আলি খান

বর্তমান নির্বাচন ব্যবস্থায় শক্তিশালী গণতন্ত্র সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. আকবর আলি খান। এজন্য গণভোট চালুর কথা বলেছেন তিনি।

শনিবার (৯ এপ্রিল) সকালে রাজধানীতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় এসব কথা বলেন তিনি। আরও বলেন, চাইলেও নির্বাচন কমিশনের পক্ষে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। এজন্য নির্বাহী বিভাগের অধীনস্থ সংস্থাগুলোকেও নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে।

ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত এ প্রতিযোগিতায় বির্তকের বিষয় ছিল ‘বর্তমান নির্বাচন কমিশন জনগণের আস্থা অর্জনে সক্ষম হবে।’ প্রস্তাবটি ছায়া সংসদে পাশ না হওয়ায় বিরোধী দলকে জয়ী ঘোষণা করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি আকবর আলি খান বলেন, সুষ্ঠু নির্বাচন করতে হলে আগে কমিশনকে শক্তিশালী হতে হবে। সুষ্ঠু নির্বাচনে বাধা দিলেও সরকারই ক্ষতিগ্রস্ত হবে বলে।

ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, প্রধান দুইদল একসঙ্গে না বসলে কখনোই সুষ্ঠু ও নিরপক্ষে নির্বাচন সম্ভব নয়।

/এমএন

Exit mobile version