Site icon Jamuna Television

পুলিশের ফেসবুক পেজে টিপ নিয়ে বিতর্কিত পোস্ট, ভুলবশত শেয়ারের দাবি

বাংলাদেশ পুলিশের পেজে শেয়ারকৃত বিতর্কিত পোস্টের স্ক্রিনশট।

বাংলাদেশ পুলিশের ভ্যারিফায়েড ফেসবুক পেজে শেয়ার করা বিতর্কিত এক পোস্টের স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। টিপ নিয়ে কলেজ শিক্ষককে হেনস্তার অভিযোগের পর পুলিশের ভ্যারিফায়েড ফেসবুক পেজ থেকে একটি বিতর্কিত পোস্ট শেয়ার করা হয়েছে বলে দাবি করেছেন অনেক ফেসবুক ব্যবহারকারী। তবে ভুলবশত তা শেয়ার করা হয়েছিল বলে দাবি করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জানা যায়, সমালোচনার মুখে পোস্টটি সরিয়ে ফেলা হয়েছে। বাংলাদেশ পুলিশের ফেসবুক পেজটিতে এখন আর পোস্টটি দেখা যাচ্ছে না।

ছবি: ফেসবুক হতে সংগৃহীত

আলোচিত পোস্টটির শুরুতে লেখা ছিল (পোস্টের ভাষা ও বানান অপরিবর্তিত), কপালে টিপ হযরত ইব্রাহিম (আ:) এর যুগে পতিতা সনাক্তের চিহ্ন হিসেবে প্রচলন হয়, এই যুগের চরিত্রহীনারাও সেই চিহ্ন বহন করছে…।’ পোস্টটিতে টিপ পরা এক নারীর ছবিও সংযুক্ত করা ছিল।

মো. শাহিন নামের আইডির এ পোস্টটি বাংলাদেশ পুলিশের মতো রাষ্ট্রীয় বাহিনীর পেজে শেয়ার হওয়ার কথা স্বীকার করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা জানান, ভুলবশত পোস্টটি শেয়ার করা হয়েছিল। তবে দ্রুত তা সরিয়ে নেয়া হয়েছে। আরও জানানো হয়, বাংলাদেশ পুলিশের ভ্যারিফায়েড ফেসবুক পেজটি দেখাশোনার দায়িত্ব পুলিশ সদর দফতরের। পোস্টটি নজরে আসার পর দ্রুত তা পুলিশ সদর দফতরকে অবগত করা হয়।

এম ই/


Exit mobile version