Site icon Jamuna Television

সীমান্ত উত্তেজনা বন্ধে সম্মত শি-মোদি

সীমান্ত অঞ্চলে সামরিক উত্তেজনা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে সম্মত হয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিন পিং এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার এক বিবৃতিতে একথা জানায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

শনিবার চীন সফরের দ্বিতীয় এবং শেষ দিনে শি জিন পিং-এর সাথে একান্ত বৈঠকে বসেন নরেন্দ্র মোদি। এসময় সীমান্তে স্থিতিশীলতা ফিরিয়ে আনার পাশাপাশি, দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে বিভিন্ন পদক্ষেপ নেয়ার বিষয়েও সম্মত হন দু’নেতা। একান্ত এই আলোচনায় চীন এবং ভারতের মধ্যে ঘাটতি কমিয়ে ভারসাম্যমূলক বাণিজ্য নীতি প্রণয়নেও জোর দেন নরেন্দ্র মোদি। এসময় সন্ত্রাসবাদকে দক্ষিণ এশিয়ার অন্যতম প্রধান সমস্যা হিসেবে আখ্যা দেন চীনের প্রেসিডেন্ট। আঞ্চলিক শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে আফগানিস্তানে উন্নয়ন কর্মকাণ্ডের প্রতি জোর দেন জিন পিং।

যমুনা অনলাইন: টিএফ

Exit mobile version