Site icon Jamuna Television

ধর্ম ও বিজ্ঞান নিয়ে একটি মহল অসহিষ্ণু পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে: শিক্ষামন্ত্রী

ধর্ম ও বিজ্ঞান নিয়ে একটি মহল অসহিষ্ণু পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শনিবার (৯ এপ্রিল) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশে (আইইবি) আয়োজিত এক সেমিনার শেষে এ কথা জানান তিনি।

একবারের বেশি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নয়, এ বিষয়েও এ সময় সমালোচনা করেন শিক্ষামন্ত্রী। ডিপ্লোমা করে কেউ প্রকৌশল বিশ্ববিদ্যালয়েও ডিগ্রির জন্য ভর্তি হতে চায়, সেই সুযোগ থাকা উচিত বলে মন্তব্য করেন তিনি।

এদিন, ঢাকার সেগুন বাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে স্কাউটস দিবস উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠান শেষে দীপু মনি জানান, ধর্ম অবমাননার অভিযোগে মুন্সীগঞ্জের বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ের গণিত ও বিজ্ঞান শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডলের কারাগারে যাওয়ার ঘটনা খুবই দুঃখজনক।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের এগিয়ে যাওয়ার স্বার্থে একজন শিক্ষককে হয়রানির মধ্যে পড়া উচিত নয়। একজন শিক্ষকের সঙ্গে কেন এমন ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা দরকার। ধর্ম যার যার ব্যক্তিগত বিশ্বাস। আর বিজ্ঞান শিক্ষাকে বাদ দিয়ে দেশ এগিয়ে যেতে পারে না।

/এমএন

Exit mobile version