Site icon Jamuna Television

এবার পুতিনের দুই কন্যার ওপর ইইউ’র নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দুই মেয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। খবর এএফপির। ইইউ’র সর্বশেষ ধাপের এই নিষেধাজ্ঞার তালিকায় রয়েছেন আরও দুই শতাধিক ব্যক্তি। এছাড়া আরও ১৮টি কোম্পানির সম্পদ জব্দ এবং কর্মকর্তাদের ভ্রমণে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

সম্প্রতি ইউক্রেনের বুচা শহরে রুশ বাহিনীর ‘নৃশংসতার’ চিত্র সামনে আসার পর মস্কোর বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করছে পশ্চিমারা। আর এ নিষেধাজ্ঞায় ঘুরেফিরে আলোচনায় আসছে পুতিনের মেয়ে মারিয়া ও ক্যাটরিনার নাম।

এরমধ্যে মারিয়া রাষ্ট্রীয় তহবিলের অর্থে গবেষণা কর্ম পরিচালনা করেন। আর প্রযুক্তি বিশেষজ্ঞ ক্যাটরিনা রুশ সরকারের প্রতিরক্ষা বিভাগের সঙ্গে সম্পৃক্ত।

/এমএন

Exit mobile version