Site icon Jamuna Television

ইসরায়েলকে ধ্বংসের আগে অস্ত্র সমর্পণ করবে না হিজবুল্লাহ

ইসরায়েলকে ধ্বংস করার আগ পর্যন্ত অস্ত্র সমর্পণ করবে না লেবাননের গেরিলা বাহিনী হিজবুল্লাহ। সংগঠনটির উপ-মহাসচিব শেইখ নায়িম কাসেম শনিবার ইরানের সরকারি বার্তা সংস্থা ‘ইরনা’-কে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন।

শেখ নায়িম কাসেম বলেন, সিরিয়ায় হিজবুল্লাহ ও ইরানের ওপর আঘাত হানার ইসরাইলি ষড়যন্ত্র সফল হতে দেয়া হবে না। যুক্তরাষ্ট্র সিরিয়ার রাজনৈতিক প্রক্রিয়ায় অংশ নিচ্ছে না বলে মন্তব্য করেন তিনি।

শত্রুদের ভুলের কারণে সিরিয়ায় চলমান সংঘাত বিশ্বযুদ্ধে রূপ নেয়ার আশঙ্কা রয়ে গেছে বলে উল্লেখ করেন নায়িম। আগামী ৬ মে লেবাননের হতে যাওয়া সংসদ নির্বাচনে হিজবুল্লাহ আগের চেয়ে ভালো করবে বলে আশা প্রকাশ করেছেন নায়িম।

যমুনা অনলাইন: এটি

Exit mobile version