Site icon Jamuna Television

খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা হরতাল

প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বাতিলের দাবিতে সকাল-সন্ধ্যা হরতাল চলছে খাগড়াছড়িতে। সুষম উন্নয়ন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি দিনব্যাপী এই কর্মসসূচি পালনের ডাক দেয়।

হরতালের কারণে সকাল থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোন বাস। সড়কের বিভিন্ন পয়েন্টে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। তবে এখন পর্যন্ত কোন ধরণের অপ্রীতকর ঘটনার খবর পাওয়া যায়নি। গতকাল সদর উপজেলা পরিষদের সামনে বিক্ষোভ সমাবেশ করার সময় এই কর্মসূচির ঘোষণা দেয়া হয়। আন্দোলনকারীদের অভিযোগ, গত ২৫ আগস্ট খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ প্রাথমিক শিক্ষকের ৩৫৮টি শূন্য পদের জন্য লিখিত পরীক্ষা সম্পন্ন করে। এরপরই প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠে পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিরুদ্ধে। অবিলম্বে পরীক্ষা বাতিল করে সম-কোটার ভিত্তিতে নিয়োগ দেয়ার দাবি তাদের।

Exit mobile version