Site icon Jamuna Television

আজ শুভ বুদ্ধ পূর্ণিমা

বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা আজ। বৌদ্ধ ধর্ম মতে, এ দিনেই জন্মগ্রহণ, সিদ্ধিলাভ ও মৃত্যুবরণ করেন ধর্মের প্রবর্তক গৌতম বুদ।

এ দিনটি নানা আনুষ্ঠানিকতা আর ধর্মীয় গাম্ভীর্যে উদযাপন করছেন ভক্তকূল। সকালে বাসাবো বৌদ্ধ মন্দির থেকে বের হয় ‘শান্তি শোভাযাত্রা’। তবে খারাপ আবহাওয়ার কারণে শোভাযাত্রা সংক্ষিপ্ত করা হয়। এতে অংশ নেন সংঘ নায়ক শুদ্ধানন্দ মহাথের। এ শোভাযাত্রার মাধ্যমে জগতের সকল প্রাণির কাছে শান্তির বারতা পৌঁছে যাবে এমনই প্রত্যাশা ছিল সবার মুখে। শোভাযাত্রাটি বাসাবো বৌদ্ধ মন্দির থেকে শুরু হয়ে মুগদা হয়ে আবারো বাসাবো এসে শেষ হয়।

এছাড়া বুদ্ধগণ বুদ্ধ পূজার পাশাপাশি পঞ্চশীল, অষ্টশীল, সূত্রপাঠ, সূত্রশ্রবণ, সমবেত প্রার্থনা করবেন আজ। উৎসবের এ দিনে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় গৌতম বুদ্ধের অহিংস বাণী ছড়িয়ে দেয়ার প্রত্যয় জানান বৌদ্ধ ধর্মাবলম্বীরা।

Exit mobile version