Site icon Jamuna Television

আশীষ চৌধুরীর জামিন নামঞ্জুর

চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার চার্জশিটভুক্ত প্রধান আসামি আশীষ রায় চৌধুরীকে মাদক মামলায় জামিন দেয়নি আদালত। রোববার (১০ এপ্রিল) সকালে তার আইনজীবী জামিনের আবেদন করলে ঢাকা মহানগর হাকিম শান্তা আক্তারের আদালত নামঞ্জুর করেন।

এদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানিয়েছেন, মাদক মামলায় আসামির জামিন না হওয়ায় তাকে কারাগারে থাকতে হবে।

গত ৫ এপ্রিল রাজধানীর গুলশান থেকে আশীষ চৌধুরীকে গ্রেফতার করে র‍্যাব। এ সময় উদ্ধার করা হয় ২২ বোতল বিদেশি মদ, ১৪ বোতল সোডা ওয়াটার, একটি আইপ্যাড, ১৬টি বিভিন্ন ব্যাংকের ক্রেডিট কার্ড, দুটি আইফোন ও নগদ দুই লাখ টাকা।

এছাড়াও চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার অন্যতম আসামি এই আশীষ রায় চৌধুরী। ১৯৯৮ সালের ১৮ ডিসেম্বর রাত ৩টায় বনানীর ট্রাম্পস ক্লাবের নিচে সোহেল চৌধুরীকে গুলি করে হত্যা করা হয়।

/এমএন

Exit mobile version