হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের বানিয়াচংয়ে ভাঙারি ব্যবসাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে মোশাহিদ মিয়া (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ১০ জন। রোববার (১০ এপ্রিল) দুপুরে উপজেলার সুজাতপুর এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত মোজাহিদ মিয়া ওই গ্রামের সবুর মিয়ার ছেলে।
পুলিশ জানায়, সুজাতপুর গ্রামের সবুর মিয়া ও কাদির মিয়া যৌথভাবে হবিগঞ্জ শহরের বাইপাস সড়কে একটি ভাঙারি মালামালের ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তিনদিন আগে দোকানের হিসাব নিয়ে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এ নিয়ে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।
রোববার সকালে সবুর মিয়ার পক্ষের একজন হাওরে বোরো জমিতে সেচ দিতে যান। এ সময় কাদির মিয়ার লোকজন তাকে মারপিট করে। এ খবর সবুর মিয়ার লোকজন জানতে পারলে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পরেন। সংঘর্ষে টেটার আঘাতে ঘটনাস্থলেই মোশাহিদ মিয়ার মৃত্যু হয়। আহত হন অন্তত আরো ১০ জন।
খবর পেয়ে সুজাতপুর ফাঁড়ির একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ নিয়ন্ত্রণ করেন। পরে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।
এটিএম/

