Site icon Jamuna Television

রঙের ছটায় চলছে বৈশাখকে স্বাগত জানানোর প্রস্তুতি

মনের তালে তাল মিলিয়ে পড়ছে তুলির আঁচড়; বহু রঙের ছটায় চলছে বৈশাখকে স্বাগত জানানোর প্রস্তুতি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা প্রাঙ্গণজুড়ে শিক্ষার্থীদের আঁকাআঁকিতে ফুটে উঠেছে রঙের খেলা।

যে বৈশাখকে ঘিরে এতো আয়োজন, সেই পহেলা বৈশাখের অন্যতম আকষর্ণ মঙ্গল শোভাযাত্রা। এই শোভাযাত্রা শান্তির বার্তা পৌছে দেবে, সবার অন্তরে। ‘তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম মুছায়ে’ এই বার্তা নিয়ে হবে এবারের মঙ্গল শোভাযাত্রা।

চারুকলার শিক্ষার্থীরা জানালো, বেতের কাঠামোর কাজ এগিয়েছে অনেকখানি। তারপরই লাগবে রঙের ছোঁয়া। মুখোশ আর কাগজের পাখিতে খেলা করবে রঙ। উঠে আসবে বাঙালির ঐতিহ্যের গল্প। রিকশা পেইন্টকে দেয়া হচ্ছে প্রাধান্য।

চারুকলার শিক্ষার্থীদের এই শোভাযাত্রার ব্যয় তাদেরই শিল্পকর্মের বিক্রির অর্থ দিয়ে পূরণ করা হয়। ১৩ তারিখের মধ্যে নগরবাসীর জন্য প্রস্তুত হবে বর্ষবরণের সব আয়োজন।

প্রকৃতির খেয়ালের সাথে মিলবে তারুণ্যের ভাবনা; সবমিলে পুরাতনকে পেছনে ফেলে শান্তির প্রত্যাশায় এগিয়ে চলছে নববর্ষ বরণের প্রস্তুতি।

/এমএন

Exit mobile version