Site icon Jamuna Television

ভোটে কারচুপি বিএনপিই ভালো বুঝে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ফাইল ছবি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি এখন থেকেই নির্বাচন প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে ষড়যন্ত্র আর মিথ্যাচার করছে। ভোটে কারচুপি বিএনপিই ভালো বুঝে।

রোববার (১০ এপ্রিল) সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন তিনি। বলেন, নেতিবাচক ও ধ্বংসাত্মক রাজনীতির জন্য বিএনপিকে আর কেউ চায় না। এটা বুঝতে পেরেই তারা জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। গণতান্ত্রিক প্রক্রিয়া এবং জনগণের ওপর আস্থা রেখে সব রাজনৈতিক দলকে নির্বাচনে আসার আহ্বান তিনি।

জনগণ শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও অর্জনে খুশি উল্লেখ করে এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জানান, তারা আগামী জাতীয় নির্বাচনেও আওয়ামী লীগকেই বেছে নেবেন। তিনি বলেন, দেখে শুনে মনে হয় বিএনপির অবস্থা এখন পথহারা পথিকের মতো দিশেহারা, তারা কখন যে কী বলে সেটা তারা নিজেরাও জানে না।

/এমএন

Exit mobile version