Site icon Jamuna Television

বিহারে চুরি হলো ৫০০ টন ওজনের লোহার ব্রিজ!

ছবি: সংগৃহীত।

চুরি হয়ে গেলো আস্ত লোহার ব্রিজ। সরকারি কর্মকর্তা সেজে চুরি করা হয় ৬০ ফুট দীর্ঘ সেতুটি। যার ওজন ছিল প্রায় ৫শ’ টন। অদ্ভুত এমন কাণ্ড ঘটেছে ভারতের বিহার রাজ্যের সাসারাম থেকে ৪০ কিলোমিটার দূরের গ্রাম আমিয়াওয়ার গ্রামে। খবর হিন্দুস্থান টাইমসের।

ঐ অঞ্চলের আরা-সোনে নামের খালের উপর নির্মিত এই সেতুটি ছিল ৪৫ বছরের পুরানো। দিনের আলোতেই যা চুরি করে নিয়ে যায় চোরচক্র। গ্যাসকাটার ও বুলডোজার নিয়ে হাজির হয় চোরের দল। তিনদিন ধরে কাটা হয় ব্রিজ। পরে তুলে নিয়ে যায় পিকআপ ভ্যানে।

আরও পড়ুন: ইমরানকে ক্ষমতা থেকে সরানো নিয়ে যা বলেছে যুক্তরাষ্ট্র

এদিকে, হিন্দুস্থান টাইমসের খবর অনুযায়ী, চুরির ঘটনা দেখেছেন কিছু গ্রামবাসী। এ ঘটনায় জড়িতদের সন্ধানে চলছে পুলিশের বিশেষ অভিযান। যদিও এখনও গ্রেফতার করা হয়নি কাউকে।

জেডআই/

Exit mobile version