Site icon Jamuna Television

এবার রানু মণ্ডলের সাথে হিরো আলম, আসছে নতুন গান

ছবি: সংগ্রহীত।

আবারও চমক। কলকাতা থেকে যেনো একের পর এক বোমা ছাড়ছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। সম্প্রতি ‘কাঁচাবাদাম’ গান গেয়ে ভাইরাল হওয়া ভারতের পশ্চিমবঙ্গের বাদাম বিক্রেতা ভুবন বাদ্যকরের সঙ্গে ‘হাউ ফানি’ শিরোনামে একটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। এখন রাতারাতি ভাইরাল হওয়া রানু মণ্ডলের সাথে গান গেয়েছেন তিনি। শিগগিরই এই গানের ভিডিও চিত্রও নির্মাণ করা হবে।

রানু মণ্ডলের সাথে কণ্ঠ দেয়া হিরো আলমের এবারের গানের শিরোনাম হলো ‘তুমি ছাড়া আমি’। যাত্রাপালা ও হিরো আলম অফিশিয়ালের প্রযোজনায় গানটিতে সুর দিয়েছেন এফএ প্রিতম। সংগীতায়োজনে আছেন ওয়াহেদ সাহিন ও মেহেদী বাপন। দুই বাংলাতেই এই গান ভাইরাল হবে বলে প্রত্যাশা তার।

নিজের প্রযোজনায় বেশ কিছু ছবিতে অভিনয় করেছেন হিরো আলম। কিছু জনপ্রিয় গানের কভার ও রিমেকে কণ্ঠ দিয়েও আলোচনা-সমালোচনায় ছিলেন তিনি। তবে তার গান বা অভিনয় নিয়ে বিতর্কই হয়েছে বেশি।

এসজেড/

Exit mobile version