Site icon Jamuna Television

ছবিতে আমের আড়ালে লুকিয়ে আছে একটি প্রাণীও, দেখতে পাচ্ছেন?

ছবি: সংগৃহীত।

সোশ্যাল মিডিয়ায় কখন কোন বিষয়টি ভাইরাল হয় তা বলা মুশকিল। কখনো রানু মণ্ডল আবার কখনও ‘বাদাম-কাকু’। তবে আপাতত একটি ছবিতে মজেছে নেট দুনিয়া। ছবির বিষয়টি মূলত দৃষ্টিভ্রম।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিটির পুরো ফ্রেম জুড়ে রয়েছে লালচে সবুজ রঙের আম। আমগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তবে এই ছবিতে আমের সাথে লুকিয়ে রয়েছে একটি প্রাণীও। সেটিকে খুঁজতেই নেট মাধ্যম এখন সরগরম।

আসলে আমের ছবিটির মধ্যেই লুকিয়ে আছে ছোট্ট একটি টিয়া পাখি। লালচে সবুজ আমগুলোর মধ্যে হঠাৎ একেবারেই ধরা যায় না টিয়াটিকে। কারণ টিয়া পাখিটির রং অবিকল আমগুলোর মতোই। এমনকি, আকারের দিক থেকেও আমের মতোই ছোট টিয়াটি।

মূলত রং ও আকারের দৃষ্টিভ্রমকে কাজে লাগিয়েই লুকিয়ে রয়েছে টিয়াটি। তাই পাখিটি খুঁজে পেতে ছবিটি দেখতে হবে মনোযোগ দিয়ে।

Exit mobile version