Site icon Jamuna Television

কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু

ছবি: সংগৃহীত।

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. মোস্তফা কামাল (৩৭) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। নিহত মোস্তফা কামাল জামালপুর জেলার মাদারগঞ্জ থানার ফাজিলপুর গ্রামের মৃত জাফর আলীর ছেলে।

রোববার (১০ এপ্রিল) সকালে মারা যান এই হাজতি। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার আব্দুল জলিল জানান, ঢাকার আশুলিয়া থানা ০৫(১১)২০২০ইং ও ২৩(১)১৯নং মামলায় গ্রেফতার হয়ে কারাবন্দি ছিলেন মোস্তফা কামাল। তাকে গত বছরের ২৬ আগস্ট কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ হস্তান্তর করা হয়।

রোববার ভোর ৫টা ৩৫মিনিটে বুকে ব্যাথা অনুভব করায় কারাগার থেকে তাকে দ্রুত শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে আটটার দিকে মৃত্যু হয় তার।

এসজেড/

Exit mobile version