Site icon Jamuna Television

৪১৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ২ উইকেট নেই টাইগারদের

ছবি: সংগৃহীত

পোর্ট এলিজাবেথ টেস্টে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার করা ৪৫৩ রানের জবাবে ২১৭ রানে অলআউট হয় বাংলাদেশ। আর দ্বিতীয় ইনিংসের তৃতীয় দিনে ৬ উইকেটে ১৭৬ রান করে ইনিংস ঘোষণা করে প্রোটিয়ারা। ফলে ম্যাচে জয়ের জন্য বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৪১৩ রানে। কিন্তু ব্যাটিং করতে নেমে শুরুতেই ২ উইকেট হারিয়ে বসে টাইগাররা

১ রানের মাথায় কেশাভ মহারাজের বলে ফিরে গেছেন মাহমুদুল হাসান জয়। দলীয় ১১ রানে তার বলেই এলবির ফাঁদে পড়েন নাজমুল হোসাইন শান্ত। শেষ খবর পাওয়া পর্যন্ত মুমিনুল হক বাহিনীর সংগ্রহ ২ উইকেট হারিয়ে ১৬ রান। মাঠে আছেন তামিম ইকবাল ও মুমিনুল হক।

এর আগে, ৫ উইকেটে ১৩৯ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। বৃষ্টিতে দিনের শুরুর কিছুটা সময় নষ্ট হয়। মুশফিকুর রহিম এবং ইয়াসির আলি রাব্বির ৭০ রানের জুটিতে প্রতিরোধের আভাস ছিল। ইয়াসির ৪৬ রানে সাজঘরে ফেরেন। এরপর মেহেদী মিরাজকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন মুশফিকুর রহিম। কিন্তু ৫১ রান করেই হার্মারের বলে সাঁজঘরে ফিরতে হয় এই অভিজ্ঞ ব্যাটারকে। ২১৭ রানে থামে বাংলাদেশের প্রথম ইনিংস।

কিন্তু টাইগারদের ফলোঅন না করিয়ে, আবারো ব্যাটিংয়ে নামে প্রোটিয়ারা। দ্বিতীয় ইনিংসে ওয়ানডে স্টাইলে খেলেন প্রোটিয়া ব্যাটাররা। ৪০ ওভারের চেয়ে ১ বল কম খেলে ১৭৬ রানেই করেন ইনিংস ঘোষণা। প্রোটিয়াদের ৬ উইকেটের মধ্যে ৩ উইকেট নেন তাইজুল ইসলাম। মিরাজের শিকার ২ উইকেট।

জেডআই/

Exit mobile version