Site icon Jamuna Television

টাইগারদের জন্য আরেকটি দুঃসংবাদ, ডোমিঙ্গো করোনা পজেটিভ

রাসেল ডোমিঙ্গো। ফাইল ছবি।

পোর্ট এলিজাবেথ টেস্টে যখন বাংলাদেশ ধুঁকছে তখন এলো আরও একটি দুঃসংবাদ। করোনা আক্রান্ত হয়েছেন প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো। সিরিজে তাকে আর পাচ্ছে না টাইগাররা।

পোর্ট এলিজাবেথ টেস্টের একদিন আগেই সর্দি, কাশি ও জ্বরে আক্রান্ত হয়েছিলেন ডোমিঙ্গো। ছিল গলা ব্যথাও। পিসিআর পরীক্ষাও করিয়েছিলেন। কিন্তু ফল নেগেটিভ আসে। রোববার জানা গেল অ্যান্টিজেন পরীক্ষায় করোনা পজিটিভ হয়েছেন তিনি।

সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে ৫ এপ্রিল পোর্ট এলিজাবেথে পা রাখে টাইগাররা। ডোমিঙ্গোর নিজের শহর বলে তিনি একদিন আগে চলে যান। অনুশীলন, খেলা সবকিছুতে থাকলেও পোর্ট নিজ বাড়িতেই থাকার সিদ্ধান্ত নেন তিনি। টিম ম্যানেজমেন্ট সদস্যদের ডিনারেরও দাওয়াত দিয়েছিলেন। সেই ডিনার তো বাতিল হচ্ছেই, কোচকেই সিরিজের জন্য হারাচ্ছেন মুমিনুলরা।

Exit mobile version