Site icon Jamuna Television

যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধ খুন

স্টাফ রিপোর্টার, যশোর:

যশোরে জমি নিয়ে বিরোধের জেরে শাবলের আঘাতে আব্দুর রহমান (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে রোববার (১০ এপ্রিল) বিকেলে যশোর সদর উপজেলার আড়পাড়া গ্রামে। নিহত আব্দুর রহমান ওই গ্রামের দেলোয়ার দফাদারের ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, আব্দুর রহমানের সাথে তার চাচাতো ভাই দেলোয়ার দফাদারের ছেলে মফিজের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। রোববার বিকেল সাড়ে ৪টার দিকে আব্দুর রহমানের সাথে জমি নিয়ে বাকবিতণ্ডা বাঁধে মফিজ ও তার ভাই আব্দুল আজিজের। সেখানে মফিজের ছেলে ইসমাইল (২৬) একটি শাবল দিয়ে আব্দুর রহমানের মাথায় আঘাত করে। সাথে সাথে তিনি মাটিতে লুুটিয়ে পড়েন। পরে পরিবারের লোকজন তাকে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। কিন্তু সেখানে নেয়ার কিছু সময় পর আব্দুর রহমান মারা যান।

যশোর কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম জানিয়েছেন, জমি নিয়ে বিরোধের জেরে মারামারিতে একজন মারা গেছে। পুলিশ অভিযুক্তদের আটকের চেষ্টা করছে। তবে এ ব্যাপারে তিনি ক্যামেরার সামনে কোনো বক্তব্য দিতে চাননি।

জেডআই/

Exit mobile version