Site icon Jamuna Television

ভাসানচরে কিশোরীকে ধর্ষণের দায়ে যুবক গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর হাতিয়ার ভাসানচর আশ্রয়ণ কেন্দ্রে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মনির উদ্দিন (৩০) ভাসান চরের আশ্রয়ণ কেন্দ্রের ৭৭ নং ক্লাস্টারের জমির উদ্দিনের ছেলে।

রোববার (১০ এপ্রিল) দুপুরে গ্রেফতারকৃত আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমদাদুল হক।

তিনি জানান, গত ১ এপ্রিল সন্ধ্যায় একই ক্লাস্টারের মাইন উদ্দিন ওই কিশোরীকে টয়লেটে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় কিশোরী চিৎকার করলে সে পালিয়ে যায়। পরে এ ঘটনায় ওই কিশোরীর বাবা বাদী হয়ে ৭ এপ্রিল ভাসানচর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিশ তাকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করে। ভুক্তভোগী কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ইউএইচ/

Exit mobile version