Site icon Jamuna Television

কৃষকের ব্যতিক্রমী প্রচেষ্টা, ইউটিউব দেখে ধানক্ষেতে আঁকলেন মানচিত্র

শেরপুর প্রতিনিধি:

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে নিজ ধানক্ষেতে বাংলাদেশের মানচিত্র, স্মৃতিসৌধ ও জাতীয় পতাকায় মাঠ সাজিয়েছেন শেরপুরের স্কুল শিক্ষক নূরে আলম সিদ্দিকীর। তিনি একজন সৌখিন কৃষক। ইউটিউব দেখে বেগুনি ধানের খোঁজ নিয়ে বীজ সংগ্রহ করে নিজের ফসলের মাঠ সাজিয়েছেন।

দেখে মনে হবে সবুজের বুকে যেন একখণ্ড বাংলাদেশ। শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ধানশাইল গ্রামে নিজের জমিতে বেগুনি ধান দিয়ে বাংলাদেশের মানচিত্র, জাতীয় স্মৃতিসৌধ এবং জাতীয় পতাকা ফুটিয়ে তুলেছেন স্কুল শিক্ষক। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে দুইখণ্ড জমিতে এমন প্রয়াস ধানশাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের।

এ শিক্ষক বলেন, প্রতিদিন নানা জায়গা থেকে সবাই দেখতে আসছে, দেখে ভালো লাগছে। সাধারণ দৃষ্টিতে মনে হতে পারে একজন কৃষকের কাজ শুধু মাঠে কাজ করা। কিন্তু যদি দেশ প্রেম থাকে তাহলে একজন কৃষকও সৃষ্টিশীল কাজ করতে পারেন।

দেশের প্রতি ভালোবাসা ও আগামী প্রজন্মের মাঝে দেশের প্রতি ভালোবাসা ছড়িয়ে দিতেই এ কর্মযজ্ঞ নূরে আলম সিদ্দিকীর। সামনের বছরে আরও বড় আকারে করার আশা এই শিক্ষকের।

এটিএম/

Exit mobile version